জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে পানিতে পড়ে আড়াই বছরের এক শিশু মারা গেছে।
ইউনিয়নের নওয়াবাজার দ্বহপাড়া গ্রামের রিকশা চালক আব্দুশ শুকুরের আড়াই বছরের শিশু লিছান আহমদ বুধবার বিকাল ৪ টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ তুলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা শরিফ উদ্দিন জানান, আব্দুশ শুকুরের তিন মেয়ে ও ছোট একটি ছেলে রয়েছে।পরিবারের আদরের ছেলেটি সবার অজান্তে পুকুরে পড়ে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা.নিশাত জাহান সত্যতা স্বীকার করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরন করেছে।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited