লংগদুতে বজ্রপাতে এক সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে পান্না মুন্সির ছেলে মো.হেলাল হোসেন (২৬) নামে এক ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা আনুমানিক ২ টার দিকে কালাপাকুজ্জা রশিদপুর বড় বিলে জাল দিয়ে মাছ মারার সময় এঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলালের সহধর্মিণী এবং একটি এক বছরের শিশু সন্তান রয়েছে, তাদের নিয়ে তিনি লংগদু উপজেলার কালাপাকুজ্যায় নিজ বাসায় বসবাস করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মাঈন উদ্দীন জানান, হেলাল আমার বাড়ি পাশের লোক, তিনি এবং তার সাথে বেশ কয়েকজন নদীতে মাছ ধরছিলো, দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনা স্থলে সে আহত হয়।পরে সাথে থাকা জেলেরা তাকে উদ্ধার করে ইবনেসিনা হাসপাতালে নিয়ে যায়।
ইবনেসিনা হাসপাতালের ডাক্তার মানসুরুর রহমান জানান, দুপুর আনুমানিক ২.৩০ দিকে স্থানীয়রা তাকে হাসপাতাল নিয়ে আসে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
			
			









সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited