মোঃ নূরুল হক
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বামুনীকোনা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও একই গ্রামের প্রতিবেশী বাবুল মিয়া গংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গিয়াস উদ্দিন ও তার পুত্রবধূ বৃষ্টি আক্তারসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী গিয়াস উদ্দিন নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিপন মিয়া ও এন্টাস মিয়াকে গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের প্রতিনিধি বাবুল মিয়া দাবি করেন, গিয়াস উদ্দিনের রোপণ করা গাছের ডাল তার কৃষিজমির ফসলের ক্ষতি করছিল। এ বিষয়ে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি গাছের ডাল কাটেন। এরপর গিয়াস উদ্দিনের পরিবার তার কলাগাছ কেটে ফেলে, যা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানান।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited