বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২৭ অক্টোবর। দলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে কর্মশক্তিতে রূপান্তরের উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।
এই মহৎ আদর্শকে ধারণ করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদল নানা আয়োজনে উদযাপন করে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় তাড়াশ মহুরী অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় মহুরী অফিস চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল আজ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি বাংলাদেশি জাতীয়তাবাদের এক অবিচ্ছেদ্য প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ এই সংগঠন দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান, শুকুর মির্জা, এস.এম. রুহুল আমিন, ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জা প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শতাধিক এতিম মাদ্রাসাছাত্রকে নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানকে এক হৃদয়স্পর্শী মানবিক রূপ দেয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited