আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবরের সরকারি ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ ছুটিকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত যাত্রী পরিবহনে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এতে যাত্রীদের যাত্রা সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস (৭৬০/৭৫৯) ও মধুমতি এক্সপ্রেস (৭৫৬/৭৫৫)-এর সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। ওই দিনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে আগের নিয়মে ডে-অফ কার্যকর হবে।
পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্যুরিস্ট স্পেশাল নামে চার জোড়া অতিরিক্ত ট্রেন চালু হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি একটি ভিজিলেন্স টিম সার্বিক পরিস্থিতি তদারকি করবে।
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ে, জিআরপি ও আরএনবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় যাত্রীসেবা উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
