রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে চলমান ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছে অফিসার্স সমিতি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা।
বুধবার দুপুরে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন শাটডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দাবির বিষয়ে সাত দিনের সময় চেয়েছেন। সেই প্রেক্ষিতে সর্বসম্মতভাবে আমরা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুপুর ১টা থেকে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “এই সাত কর্মদিবসে প্রশাসন যদি দাবি বাস্তবায়ন করতে না পারে, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ভার প্রশাসনকেই নিতে হবে।”
অন্যদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আব্দুল আলিম জানান, “শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আলোচনার বিকল্প নেই। সংকট থাকবে, তবে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।”










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited