গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। সহকর্মীদের মতে, তিনি দায়িত্বশীল ও অভিজ্ঞ ফায়ার ফাইটার ছিলেন।
টঙ্গীর ওই কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুইজন দমকল কর্মীর মৃত্যু হলো। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
