নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় নতুন আশার আলো পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত (১২)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাওয়া হুইল চেয়ারে বসে যেন নতুন করে জীবনের পথে হাঁটার স্বপ্ন খুঁজে পাচ্ছে সে।
শনিবার দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত থেকে রিফাতকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন।
ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম বলেন, “তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”
রিফাত কেন্দুয়া পৌরশহরের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। জন্মের পর থেকেই সে কথা বলতে ও হাঁটা চলা করতে অক্ষম। দীর্ঘদিন ধরে তার চলাফেরায় ভীষণ কষ্ট হচ্ছিল।
হুইল চেয়ার পেয়ে আনন্দে ভরে উঠেছে রিফাত ও তার পরিবার। রিফাতের বাবা বাচ্চু মিয়া বলেন, “এই সহায়তা আমাদের সন্তানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি যোগ করবে। এতদিন রিফাতের চলাফেরায় যে কষ্ট ছিল, এই হুইল চেয়ার তা অনেকটা লাঘব করবে। আমরা এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।”










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited