রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মোহাম্মদ তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ ও তানভীরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। তাওহীদের শরীরের ৮ শতাংশ এবং ইভার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, পরিবারটি রাতে বাসায় ঘুমিয়ে ছিল। রাত দেড়টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং চারজনই দগ্ধ হন।
