জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন জান্নাতুল ফেরদৌস। ভোটগণনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ওই শিক্ষক প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন। আমি সেখানে রিটার্নিং অফিসার ছিলাম।
তিনি আরও বলেন, ‘সকালে ভোট গণনাকালে তিনি (জান্নাতুল ফেরদৌস) হঠাৎ গেইটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তখনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।’
জাবির প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, শারীরিক ক্লান্তি ও পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। তাই প্রীতিলতা হলের ভোট গণনার কাজ সকালে করার সিদ্ধান্ত হয়। ওই শিক্ষকও সহকর্মীদের সঙ্গে গণনা কেন্দ্রে এসেছিলেন, কিন্তু সিনেট হলের গেইটের কাছে হঠাৎ পড়ে যান। অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 
			 
			
 










 সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited
সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited