বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ৩২০ জন সাংবাদিককে দুই কোটি ১০ লাখ টাকার কল্যাণ অনুদান প্রদান করেছে। এর মধ্যে ১৫টি পরিবার প্রয়াত সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে অনুদান গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তথ্য ভবনের ডিএফপির অডিটোরিয়ামে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
তিনি জানান, গত এক বছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে মোট ১০ কোটি ৭০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার ও আহত ১৯২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক, সনদ এবং সম্মানী হিসেবে ৫৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। একই সময়ে ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে দেওয়া হয়েছে ৫৫ লাখ ২৬ হাজার টাকা।
সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, “সাংবাদিকদের সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত ও মো. আলাউদ্দিন। এছাড়া সদ্য প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকারও উপস্থিত ছিলেন।
