দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে আগস্ট মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হলো। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন রোগী, যা এ বছরের এক দিনে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা। এর আগে চলতি বছরের সর্বোচ্চ ভর্তি হয়েছিল ৭ জুলাই, ৪৯২ জন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই নারী। তাঁদের মধ্যে একজনের বয়স মাত্র তিন বছর। বাকিরা ছিলেন ৩৫, ৪০ ও ৫৩ বছর বয়সী। তাঁদের দুজন চিকিৎসাধীন ছিলেন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন। আগস্টে এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া জুনে ১৯, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
এই বছর জুলাই মাসে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন—১০ হাজার ৬৮৪ জন। জুনে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৬৮ জন রোগীর মধ্যে ১৫৩ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১০৫, চট্টগ্রামে ৯৩, বরিশালে ১১০, খুলনায় ৪২, রাজশাহীতে ৩৮, ময়মনসিংহে ১৬ এবং সিলেটে ভর্তি হয়েছেন দুইজন।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৮৬ জন রোগী। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৭৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দেয়। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
