সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ বুধবার গণশুনানি করেছে।
সিলেট সার্কিট হাউসে সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ শুনানি শেষে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন জানান, গণশুনানিতে মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। একটি হলো—কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি না, অন্যটি হলো—এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে।
তিনি জানান, এ দুই বিষয়ে স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত ও সুপারিশ সংগ্রহ করেছে কমিটি। সার্বিক পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান জাহেদা পারভীন। এসময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে তা যেন কমিটিকে জানানো হয়।
শুনানিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও সাংবাদিক নেতারা অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এর আগে গতকাল মঙ্গলবার কমিটি ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সরেজমিন পরিদর্শন করে। উল্লেখ্য, গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
