সিলেটের জাফলং সীমান্তে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে গোয়াইনঘাট উপজেলার কাটারি সীমান্ত এলাকায় টহল চালানোর সময় চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে জাফলং চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে আমাদের কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
