নেত্রকোনা প্রতিনিধি:
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোণা সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুল কাদির ফকির এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. ইদ্রিস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. কামরুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা ৩৬ জুলাইয়ের গণজাগরণ, ছাত্র-জনতার আত্মত্যাগ ও স্বাধীনতা-চেতনার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তারা বলেন, এই আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে এক জোরালো বার্তা। বক্তারা আগামী প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
