নেত্রকোনা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির নেত্রকোনায় অনুষ্ঠিত জেলা সমাবেশের সফল সমাপ্তি উপলক্ষে পথচারী, শ্রমজীবী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠানের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন সাধারণ শ্রমজীবী মানুষ, মাছবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা।
খাদ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ইমন কায়েস শুভ, সদ্য স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব নাফিউ রহমান খান পাঠান, নাগরিক কমিটির রাফায়েল সৌরভ, আব্দুল্লাহ, মাহবুব আলম, আকাশ, সাদিম পাঠানসহ অনেকে।
নেতারা বলেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ লক্ষ্যে দল আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।