নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নেত্রকোণা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) নেত্রকোণা পৌর শহরের সাতপাই কেডিসি রোডে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সহসভাপতি সনজিৎ কুমার সাহা রায় রিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অজিত কুমার সাহা রায়।
সভায় আরও বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মোকশেদুল মুর্শেদ, সহসভাপতি মো. গিয়াস উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মো. কাইয়ুম খান (উত্থান)।
সভায় উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আজাদ রহমান, আলোক সরকার, দ্বীন মোহাম্মদ হাবিব খান, মো. মোজাম্মেল হক (সবুজ), এমদাদুল হক, বিপ্লব কুমার তরফদার, সুজন রায়, প্রণব রায় রাজু প্রমুখ। এ ছাড়া নেত্রকোণার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক ওষুধ ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) বাস্তবায়ন, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ে কোম্পানিগুলোর মাধ্যমে প্রত্যাহার ও প্রতিস্থাপন, ওষুধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে ওষুধ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।