নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই), পূর্বধলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পূর্বধলা বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা রেলক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভোত্তর সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক ষড়যন্ত্র, অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।”
তারা আরও বলেন, “মিটফোর্ড এলাকায় দিবালোকে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দৃশ্যমান। এসব ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ গোপন চক্র মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।”
সমাবেশে উপস্থিত নেতারা অবিলম্বে মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ দমন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।