নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার খালিয়াজুরী ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার (১২ জুলাই ২০২৫) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং নৌ পুলিশ বাহিনী।
অভিযানের শুরুতে দুই উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পাচার হয়ে যাওয়ায় ড্রেজার ব্যবসায়ীরা মেশিন গোপনে সরিয়ে ফেলেছে।
পরে দুপুর ২টার দিকে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বৃহদাকৃতির ড্রেজার মেশিন পাওয়া যায়, যা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। তবে অভিযানের আগাম সংবাদ পেয়ে সংশ্লিষ্ট শ্রমিক ও মালিকপক্ষ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
অভিযানে ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ড্রেজার মেশিনের চাবি, ইঞ্জিন পার্টস, গিয়ার বক্স, ব্যাটারি ও আরও কিছু যন্ত্রাংশ আলামত হিসেবে জব্দ করেন। একইসঙ্গে মেশিনটির কিছু গুরুত্বপূর্ণ অংশ অকার্যকর করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে তা পুনরায় ব্যবহার করা না যায়।
অভিযান শেষে ড্রেজার মেশিনটি স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited