মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক জানান।
নিহতরা হলো- গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৫) ও মেয়ে হাবিবা (৩)।
পুলিশ জানায়, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পুরাতন পরিত্যাক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সেখানে সকালে ছেলেমেয়ে খেলাধুলা করছিল।
একপর্যায়ে সেপটিক ট্যাংকের ঢালাই ভেঙে হাবিবা ও হাসান নীচে পড়ে যায়। পরে হয়তো তারা গ্যাসের বিষক্রিয়ায় মারা যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা ভাইবোনকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, সেপটিক ট্যাংকের উপরের ঢালাইটি অনেক দিনের পুরানো এবং ড্যামেজ হয়ে গিয়েছিল। দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited