হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাটে ৫ দিনের ব্যবধানে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।গত শনিবার ও বৃহস্পতিবার(২২জুন) দুজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার উত্তর গোগাউড়া গ্রামের দিঘির পাড়ে বিষাক্ত সাপের কামড়ের দুইদিন পর জালালাবাদগ্যাস ফ্লিডে কর্মরত মো.আব্দুল কাদির জিতু (৪৮) নামে এক ব্যক্তি ।
বৃহস্পতিবার (২২জুন) সকালে ৮ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার উত্তর গোগাউড়া গ্রামের মৃত আলহাজ্ব ক্বারী আব্দুল গফ্ফারের পুত্র।
এর আগে গত মঙ্গলবার রাতে বৃষ্টির পানিতে দিঘির নালে মাছ শিকার করতে গেলে বিষাক্ত সাপ কামড় দেয়।
এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সিলেট পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। আব্দুল কাদির জিতু হবিগঞ্জ জালালাবাদ গ্যাস ফ্লিডে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
এরআগে শনিবার (১৭ জুন) চুনারুঘাটে বিষধর সাপের কামড়ে সালাউদ্দীন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোর সালাউদ্দীন উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির বড়জুষ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
জানা যায়, বিকাল সাড়ে ৪ টায় সালাউদ্দীন বাড়ির পাশ্ববর্তী জমিতে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন সালাউদ্দীনকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.মোজাম্মেল হোসেন।
এব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন জানান, চুনারুঘাট হাসপাতালে সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম না থাকায় সাপের কামড়ে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।