নেত্রকোনা প্রতিনিধিঃ
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম ম্যানেজার কোহিনুর বেগম। সঞ্চালনায় ছিলেন মো. হাবিবুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বাস্থ্যবান ও টেকসই সমাজ গঠন সম্ভব। এতে যুবসমাজের অংশগ্রহণ ও সচেতনতা বিশেষভাবে প্রয়োজন।
আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: মিতা চৌধুরী, ৩নং ওয়ার্ড, কৃষ্ণপুর ইউনিয়ন, খালিয়াজুরী
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: অভি আক্তার, বড় কাশিয়া বিরামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মোহনগঞ্জ
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. জুয়েল মিয়া, কাইলাটি ইউনিয়ন, সদর উপজেলা
শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: মো. রায়হানুল হক, সাহতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বারহাট্টা
শ্রেষ্ঠ সেবা কেন্দ্র: নাজিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কলমাকান্দা
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: চল্লিশা ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা
শ্রেষ্ঠ উপজেলা পরিষদ: নেত্রকোনা সদর উপজেলা পরিষদ
শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র: নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র
শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি)
পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও জনসচেতনতামূলক বার্তায় পরিপূর্ণ।