চারদিনের সফরে আগামী ১১ মে ঢাকায় আসছেন মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুন। সোমবার (১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত রবিবার (৩০ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে, মরিশাসের রাষ্ট্রপতি প্রিথভিরাসিং রুপুনকে আগামী ১১ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করল।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited