ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। কেননা ইতোমধ্যে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে শুক্রবার (২১ এপ্রিল) ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।সাধারণত সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছ থেকে ঘোষণা আসতে পারে।
এদিন রাতে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এর ফলে দেশটিতে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি। না হলে রোববার (২৩ এপ্রিল) ঈদ পালন করা হবে।
অন্যদিকে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ।
দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited