সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল শেখ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন ।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার নিহতের পরিবার এ খবরটি জানতে পারে।
নিহত ৩৮ বছর বয়সী জামাল মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে।
নিহতের পরিবারের ভাষ্য, জামাল ছয় বছর আগে সাউথ আফ্রিকায় যান। সেখানে ইস্টার্ন ক্যাপ প্রদেশে গিয়ে ব্যবসা শুরু করেন। সম্প্রতি জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করেন স্থানীয় সন্ত্রাসীরা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ত্রাসীরা দোকানে এসে গুলি চালালে ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited