ঈদ ভ্রমণের দ্বিতীয় দিনে অনলাইনে রেলের টিকিট কিনতে যাত্রীরা অসুবিধায় পড়েছেন। সার্ভার সমস্যার কারণে টিকিট থাকলেও যাত্রীরা টিকিট কিনতে পারছেন না। ভোগান্তির শিকারবেশিরভাগই উত্তরবঙ্গ ও ময়মনসিংহ রুটের যাত্রী।
শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই সমস্যা দেখা দেয়।
সার্ভার জটিলতায় ময়মনসিংহ, জামালপুর রুটের চলাচলকারী ব্রহ্মপুত্র, অগ্নিবীণা, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতেও সমস্যা হয়। উত্তরবঙ্গের দ্রুতযান, একতা, লালমনি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট শেষ হতে দুই ঘণ্টার বেশি সময় লাগে।
এছাড়া সাড়ে ৯টার পর ঢাকা থেকে রাজশাহীগামী চারটি আন্তঃনগর ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। যশোর থেকে খুলনাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে মাত্র কয়েকটি আসন রয়েছে। এছাড়া খুলনায় বেশ কতগুলো আসন খালি রয়েছে রয়েছে। বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেসে 24টির মত আসন খালি রয়েছে। সিলেট রুটে কালনী, পারাবত, জয়ন্তিকা এবং উপবন এক্সপ্রেসের টিকিট এখনও পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম রুটে চট্টলা, সুবর্ণা, সোনার বাংলা এক্সপ্রেসের টিকিটও দেওয়া হয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited