পোস্টাল ভোটিংয়ের প্রক্রিয়া জটিল হলেও আগামী জাতীয় নির্বাচনে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েছে বাংলাদেশ। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ মন্তব্য করেন।
সভায় সিইসি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এ বছরের অন্যতম বড় উদ্যোগ। বিষয়টি অতীতে কেউ হাতে নিতে সাহস করেনি, কারণ এটি অত্যন্ত জটিল। বিশ্বের অনেক দেশও বিভিন্ন কারণে সফল হতে পারেনি। তবুও বাংলাদেশ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথমবারের মতো এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
তিনি আরও বলেন, পোস্টাল ভোটিংসহ নানা নতুন উদ্যোগ নেওয়ার কারণে এবারের নির্বাচনটি বিশেষ হবে। ভোটার তালিকা হালনাগাদসহ বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য এবার ৭৭ হাজার কর্মী মাঠে কাজ করেছেন, যাদের সবাইকে প্রশিক্ষণ দিতে হয়েছে।
সিইসি জানান, ভোটগ্রহণের দিন দেশে প্রায় দশ লক্ষ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং অফিসারসহ অনেকে দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে ভোটই দিতে পারেন না—তাদের জন্যও এবারের নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে সরকারি চাকরিজীবী, কারাবন্দীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদেরও পোস্টাল ভোটিংয়ের আওতায় আনা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন এর আগে বিভিন্ন অংশীজনের সঙ্গে ৮০টিরও বেশি সংলাপ করেছে এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টা করেছে—যা ইসির কাজ সহজ করেছে।
সিইসি মনে করেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ভোটারদের ওপর তাদের সরাসরি প্রভাব রয়েছে। ভোটারদের কেন্দ্রমুখী করা, নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা—এসব ক্ষেত্রেও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তব্যের শেষে তিনি নির্বাচন আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালের বৈঠকে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।
দুপুর ২টা থেকে আরও ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited