বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি। এ সময় তিনি নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়ান মন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনার মো. আলমগীর, রাশেদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, পাশাপাশি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
নির্বাচন প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন অস্ট্রেলীয় মন্ত্রী
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব মো. আখতার আহমেদ। তিনি বলেন,
“অস্ট্রেলিয়ার মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করতে এসে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। তারা তাদের দেশের নির্বাচনী অভিজ্ঞতাও আমাদের সঙ্গে শেয়ার করেছেন।”
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছতা রক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। “তারা বলেছেন, যদি কোনোভাবে প্রযুক্তিগত বা কারিগরি সহায়তা প্রদান করা সম্ভব হয়, তাহলে অস্ট্রেলিয়া সে বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত,” বলেন ইসি সচিব।
প্রযুক্তি ও তথ্যের অপব্যবহার নিয়ে আলোচনা
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জগুলোর বিষয়ে অস্ট্রেলীয় প্রতিনিধিদের অবহিত করা হয়।
ইসি সচিব বলেন,
“আমরা তাদের জানিয়েছি, নির্বাচনের সময়ে প্রযুক্তির অপব্যবহার, ভুয়া তথ্য প্রচার, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব বিষয়ে সচেতনতা ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যেই নির্বাচনী প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি জানান, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অধীনে একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সহায়তা দিচ্ছে।
গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে আন্তর্জাতিক সহায়তা
বৈঠকে অস্ট্রেলীয় মন্ত্রী ড. অ্যান অ্যালি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে “অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি উদাহরণ” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন,
“বাংলাদেশের নির্বাচন কমিশন যে প্রস্তুতি ও স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে, তা প্রশংসনীয়। অস্ট্রেলিয়া সবসময়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং বাংলাদেশে অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের যেকোনো প্রচেষ্টায় পাশে থাকবে।”
তিনি আরও যোগ করেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সেই স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করবে।
ইসির প্রস্তুতি ও প্রতিশ্রুতি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অস্ট্রেলীয় প্রতিনিধিদের জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে ইসি ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন,
“আমরা চাই, নির্বাচন হোক শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। এজন্য প্রযুক্তির সঠিক ব্যবহার, ভোটারদের আস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা—সবকিছুই গুরুত্বপূর্ণ।”
