স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নারায়ণগঞ্জে পূজা আয়োজনে ৩২ লাখ টাকা ও প্রতিটি মণ্ডপে পাঁচশ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করবেন। তাদের সঙ্গে পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করবেন।
তিনি আশা প্রকাশ করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার দুর্গাপূজা আরও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে এবার মোট ৩৩ হাজার পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির ৭ জন সদস্য, ৮ জন আনসারসহ পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তায় অংশ নেবেন।
তিনি আরও জানান, এ বছর পূজামণ্ডপ এলাকায় বড় ধরনের মেলা বসতে দেওয়া হবে না। তবে সীমিত আকারে কিছু দোকান রাখার অনুমতি থাকবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited