প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নাকি বিদ্যমান পদ্ধতি বজায় থাকবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর এক জরিপ ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, জরিপে উঠে আসা পরিসংখ্যান সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, “জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চান। এর মানে সামনের নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সবাই ভোট দিতে এলে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবেই।”
জরিপের ফলাফলে দেখা যায়, দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নন। এ ছাড়া ২১.৮ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চান, আর ২২.২ শতাংশ চান না। ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতার ওপর করা এই জরিপে ৬৯.৯ শতাংশের মতে, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার।
