ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ৪০টি দেশে থাকা এক কোটি ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে অন্তত ৫০ লাখকে ভোটার করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ইসি জানায়, প্রবাসীরা এবার অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। আর পোস্টাল ব্যালটে ৫০ লাখ ভোটারের ভোট গ্রহণে খরচ হবে প্রায় ৩৫০ কোটি টাকা। সব মিলিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “পরীক্ষামূলক বা সীমিত আকারে হলেও আমরা এই নির্বাচনেই প্রবাসীদের ভোটের সুযোগ সৃষ্টি করতে চাই।”
প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া
ইসি সূত্র জানায়, নভেম্বরে অ্যাপ প্রস্তুত হওয়ার পর প্রবাসীরা এনআইডি নম্বর, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করবেন। তাদের জন্য আলাদা ভোটার তালিকা তৈরি হবে। ভোট হবে শুধুমাত্র দলীয় প্রতীকে ছাপানো ‘সিম্বল ব্যালটে’। প্রার্থীর নাম থাকবে না।
মনোনয়নপত্র যাচাইয়ের পর প্রার্থিতা চূড়ান্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর তালিকা ভোটারের মোবাইলে পাঠানো হবে। এরপর ভোটার পোস্টাল ব্যালটে প্রতীকে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন। প্রবাসীরা ভোট আগেই দিলেও তা সংরক্ষিত থাকবে এবং ভোটের দিন দেশের ভোটের সঙ্গে গণনা করা হবে।
৪০ দেশে কার্যক্রম
ইসি বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৪০ দেশে প্রবাসীদের ভোট গ্রহণ কার্যক্রম চালানো হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের হিসাব অনুযায়ী এক কোটি ৪০ লাখ প্রবাসীর মধ্যে প্রায় ৭০ শতাংশের এনআইডি আছে। তাদের মধ্যে অন্তত ৫০ লাখ ভোটারকে এবার অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।”
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়ায় প্রথমবারের মতো দেশের ৭১টি কারাগারের বন্দি, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
