ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিপুল বিজয় অর্জন করেছে। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে জোটটি।
ভিপি পদে শিবির সমর্থিত মো. আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৩ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট, বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবদুল কাদের ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি মাত্র ৬৮ ভোট পান।
জিএস পদে শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট।
এজিএস পদে শিবিরের মুহা. মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে জানা গেছে। শিবির সমর্থিত প্রার্থীদের এই নিরঙ্কুশ জয়কে অনেকেই ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রায় পাঁচ দশক পর সংগঠনটি ডাকসুর নেতৃত্বে ফিরল।
চূড়ান্ত ফলাফলে সম্পাদক পদেও শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য দেখা যায়। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম জয়লাভ করেন।
এ ছাড়া সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র সানজিদা আহমেদ তন্বি নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শোভন কুমার আকন্দ (৮ হাজার ৯৮৮ ভোট)। নারী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিকুন নাহার তামান্না (১০ হাজার ৮৪ ভোট)।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited