হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ শনাক্ত করা হয়। বিষয়টি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
এসজিএফএলের হিসাব অনুযায়ী, এ কূপ থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা হিসেবে ধরা হলে, কূপটি থেকে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এসজিএফএল ও বাপেক্স যৌথভাবে এ কূপের সংস্কারকাজ সম্পন্ন করেছে। বর্তমানে এসজিএফএলের আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের সংস্কার কার্যক্রম চলছে। এসব প্রকল্প সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
