দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম তিন দিনে ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হলো। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪৫ জন ডেঙ্গুরোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫৭ জন নারী। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪৬ জনে, যার মধ্যে পুরুষ রোগী ১৯ হাজার ৬৮৮ জন এবং নারী রোগী ১৩ হাজার ২৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাওয়া গেছে। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বরিশাল বিভাগেও (সিটি করপোরেশনের বাইরে) উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ৩১ হাজার ২৩০ জন।
চলতি মাসের প্রথম দিনে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দ্বিতীয় দিনে ৩ জনের এবং তৃতীয় দিনে ২ জনের মৃত্যু হয়। সর্বশেষ মৃত দুজনই নারী। তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আগস্ট মাসে ৩৯ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে ৭ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং মে মাসে ৩ জন মারা গেছেন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited