কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা পাওয়া গেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এটি এ যাবৎকালের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
শনিবার সকাল থেকে মসজিদের ১৪টি দানবাক্স খোলা হয়। গণনা শেষে মোট ৩২ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ কমপ্লেক্সের দোতলায় দিনভর এই টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ কমিটি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ মানুষ।
টাকা গণনাকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। গণনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত সন্ধ্যায় এই বিপুল পরিমাণ টাকার তথ্য নিশ্চিত করেন।
মসজিদ পরিচালনা কমিটির সূত্র অনুযায়ী, দানবাক্সে জমা হওয়া এই অর্থ মসজিদ, মাদরাসা ও এতিমখানার উন্নয়নে এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থের একটি বড় অংশ দিয়ে এবার মসজিদের একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এই কমপ্লেক্সে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল মসজিদের ১১টি দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গিয়েছিল।
