তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রকৌশল শিক্ষার্থীরা তাদের তিনটি মূল দাবি তুলে ধরেন:
- ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল: বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ পদোন্নতি কোটা অযৌক্তিক।
- টেকনিক্যাল গ্রেড উন্মুক্তকরণ: উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীর জন্য টেকনিক্যাল গ্রেড উন্মুক্ত করতে হবে।
- ‘ইঞ্জিনিয়ার’ পদবি: বিএসসি ছাড়া অন্য কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশে ক্যাম্পাস শাটডাউন থাকবে। এর পাশাপাশি তারা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ এবং পরবর্তীতে জাতীয় সমাবেশ করার পরিকল্পনা করছেন।
প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, “দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।” তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী, ডিপ্লোমাধারীরা শুধু অভিজ্ঞতার মাধ্যমে বিএসসির সমমানের যোগ্যতা অর্জন করতে পারে না।
উল্লেখ্য, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন, যার ফলে ওই এলাকার সড়ক যোগাযোগ অচল হয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন।
