নিজেদের তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার প্রায় পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ‘লং মার্চ টু ঢাকা’ নামে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে আবারও শাহবাগে শিক্ষার্থীদের জমায়েত শুরু হবে। তিনি সারাদেশের সকল প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি রংপুরে এক প্রকৌশলীকে আটকে রেখে হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এবং তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো:
১. নবম গ্রেডের নিয়োগে বিএসসি ডিগ্রি বাধ্যতামূক: সহকারী প্রকৌশলী বা সমমানের নবম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে বা ভিন্ন নামে সমমানের পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।
২. ১০ম গ্রেডে সবার জন্য উন্মুক্ত পরীক্ষা: উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের দশম গ্রেডের পদে নিয়োগের পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্য উন্মুক্ত করতে হবে।
৩. প্রকৌশলী পদবির সুরক্ষা ও ডিগ্রির স্বীকৃতি: বিএসসি ডিগ্রি ছাড়া যারা ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সাথে, নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
এদিন বিকেল সাড়ে ৩টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা, যার ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর রাত ৮টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ প্রত্যাহার করা হয়।
