বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতির শপথ আজ দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। রাজধানীর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। প্রাথমিকভাবে দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এবারই প্রথমবারের মতো বিচারপতি নিয়োগে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ সুপারিশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন—
১. মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইনজীবী, সুপ্রিম কোর্ট
২. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়
৩. মো. নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম
৪. শেখ আবু তাহের, সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ), আইন মন্ত্রণালয়
৫. আজিজ আহমদ ভূঞা, রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ), সুপ্রিম কোর্ট
৬. রাজিউদ্দিন আহমেদ, আইনজীবী, সুপ্রিম কোর্ট
৭. ফয়সল হাসান আরিফ, আইনজীবী, সুপ্রিম কোর্ট
৮. এস এম সাইফুল ইসলাম, যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়
৯. মো. আসিফ হাসান, আইনজীবী, সুপ্রিম কোর্ট
১০. মো. জিয়াউল হক, আইনজীবী, সুপ্রিম কোর্ট
১১. দিহিদার মাসুম কবীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১২. জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ
১৩. মুরাদ-এ-মাওলা সোহেল, সচিব (সিনিয়র জেলা জজ), জুডিশিয়াল সার্ভিস কমিশন
১৪. মো. জাকির হোসেন, মহানগর দায়রা জজ, ঢাকা
১৫. মো. রাফিজুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ), আইন মন্ত্রণালয়
১৬. মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১৭. মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১৮. রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
১৯. ফাতেমা আনোয়ার, আইনজীবী, সুপ্রিম কোর্ট
২০. মাহমুদ হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
২১. আবদুর রহমান, আইনজীবী, সুপ্রিম কোর্ট
২২. সৈয়দ হাসান যুবাইর, আইনজীবী, সুপ্রিম কোর্ট
২৩. এ. এফ. এম. সাইফুল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
২৪. উর্মি রহমান, আইনজীবী, সুপ্রিম কোর্ট
২৫. এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
