ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন ও রাজশাহী বিভাগে দুজন মারা গেছেন।
একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ৮২ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই মারা গেছেন ৫১ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগ ও ময়মনসিংহে একজন করে মোট দুইজন মারা গেছেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited