গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৫২ জন রোগী। এর মধ্যে ১৪৩ জন পুরুষ এবং ১০৯ জন নারী। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৩২৪ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০৪ জন।
এর আগে গতকাল বুধবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২৫ জন এবং মৃত্যুবরণ করেন একজন রোগী।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন এক লাখ ৪০ জন রোগী।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited