নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে। রোববার (৩ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের সামনে এখন সবচেয়ে বড় লড়াই হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে সেই নির্বাচনের জন্য। তার আগেই মানুষ অপেক্ষা করছে তারেক রহমানের দেশে ফেরার জন্য। আমরা সবাই চাই, তিনি ফিরে আসুন, নেতৃত্ব দিন, পথ দেখান।”
এ সময় লন্ডন থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যে পরিবারসহ বসবাস করছেন।
মির্জা ফখরুল বলেন, “আসুন আজ আমরা এই শপথ নিই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করব। একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”
ভারতের প্রসঙ্গে মন্তব্য
বক্তব্যে ভারতের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। পাশের দেশ ভারত এই ফ্যাসিস্ট শক্তিকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে মাঝে মাঝে হুমকি আসে, বাংলাদেশে আক্রমণ করা হবে। শুধু তাই নয়, তারা দেশে গোলযোগ সৃষ্টি করারও অপচেষ্টা চালাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, শেখ হাসিনাকে আমরা আর কোনোদিন এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না।”
ছাত্রদের প্রতি আহ্বান
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন ছাত্রদের কাঁধে। ছাত্রদের মেধা, প্রজ্ঞা ও সাহসিকতা দিয়েই একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট মাসে গড়ে ওঠা গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের সূচনার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।”
‘সবার আগে বাংলাদেশ’–এই স্লোগানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সমাবেশে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান স্লোগান দিয়েছেন—সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনোদিন মাথা নত করা চলবে না। আমরা নিজেদের দেশ নিজেরা গড়ে তুলব, তারেক রহমান আমাদের সেই পথ দেখাচ্ছেন।”
সমাবেশে ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
