আগামী ৪ এপ্রিল থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে। তবে যাত্রী নিয়ে আগামী সেপ্টেম্বরে চলাচল শুরু হতে পারে।
৪ এপ্রিল রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন পদ্মা সেতু সংযোগ প্রকল্প পরিদর্শন করবেন। তাঁকে নিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে সেতুতে। মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফুল আলম এ কথা বলেন। রেল মন্ত্রণালয় বলেছিল পদ্মা সেতু চালুর দিন থেকেই ট্রেন চলবে। কিন্তু নানা কারণে রেল সংযোগের কাজ পিছিয়ে যায়।
গত বছরের ২৫ জুন দ্বিতল পদ্মা সেতুর ওপর তলা গাড়ি চলাচলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন । গত ২০ আগস্ট ৬.১৫ কিলোমিটর দীর্ঘ পদ্মা সেতুর নিচতলা রেললাইন স্থাপনের কাজ শুরু হয়। ছয় মাসের মধ্যে এই কাজ সম্পন্নের লক্ষ্য ছিল। গতকাল সেতুতে পাথরবিহীন রেললাইনের শেষ স্লিপার বসানো হয়।
এন আর ডি টিভির পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল এনআরডি টিভি তে আমরা সারাদেশ থেকে জেলা,উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ দিচ্ছি।আগ্রহী প্রার্থীগণদের যোগাযোগ করার আহ্বান জানানো হলো, আমাদের ইউকে মোবাইল নম্বরে অথবা ই-মেইলে: +447757423003, email: nrdtv1@gmail.com










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited