নেত্রকোনা প্রতিনিধি
বিএনপি সরকারের সময়কার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে নেত্রকোনা জেলা বিএনপি। এ ঘটনায় জেলার মদন ও মোহনগঞ্জ উপজেলায় তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা শহরেও বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টায় জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা “বাবরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ কর”, “নাসীরুদ্দীন পাটওয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই”—ইত্যাদি স্লোগান দেন।
মিছিলে অংশ নেন জেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বাবরের নিজ উপজেলা মদনের জাহাঙ্গীরপুর সেন্টারে বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান।
বক্তারা বলেন, “লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে অপপ্রচারের মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। এটি একটি রাজনৈতিক চরিত্র হননের অপকৌশল এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।”
তাঁরা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।