নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণায় ট্রেনে চাঁদা তোলায় বাধা দেওয়ায় তৃতীয় লিঙ্গের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা কেন্দ্রীয় কারাগারের সামনে সড়কে এই কর্মসূচি পালন করে তৃতীয় লিঙ্গের সদস্যরা। নেত্রকোণার ১০টি উপজেলার প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের সদস্য এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন তৃতীয় লিঙ্গের নেত্রী লতা, স্বর্ণা, কমলা ও অন্যান্যরা। বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যদের নামে ট্রেনে চাঁদা তোলার সঙ্গে জড়িত একটি চক্রের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের নেতারা অবস্থান নিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই চক্রটি এখন আমাদের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।
তারা বলেন, এই অপপ্রচারের মাধ্যমে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
