নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ ০২(দুই) ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। ০৫ জুন(সোমবার) রাতে লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর ইউনিয়নের অন্তর্গত পাচুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত এম এ আলিম মল্লিকের ছেলে খসরুজ্জামান মল্লিক(৩৫) ও একই উপজেলার বয়রা গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে বকুল কাজী(৪০)। এ সময় খসরুজ্জামানের নিকট থেকে ২৬ পিস ও বকুলের নিকট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited