মোঃ আব্দুল মালেক,নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে দৈনিক করতোয়া ও কালের কণ্ঠর সাংবাদিক এমদাদুল হক দুলুর উপর সন্ত্রাসী হামলার মূল হোতা নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার এর পুত্র সাকলাইন মাহমুদ রকির ঠিকাদারী কাজের ম্যানেজার এমরান আলী শামীম (৩২)কে আটক করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নওগাঁ)।
আটকের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার বাঙ্গা বাড়িয়া কলেজ পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৪আগষ্ট নওগাঁর মহাদেবপুর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে দুপুর ১২টার দিকে সারাসন মোড়ে ২মোটর সাইকেল যোগে ৫জন সন্ত্রাসী পথ রোধ করে জানতে চায় আপনি কি সাংবাদিক? আপনার মোবাইলে কি ফোন এসেছিল। নাম পরিচয় নিশ্চিত হয়ে সাংবাদিক এমদাদুল হক দুলুর উপর আক্রমন করে। রডের আঘাতে সাংবাদিকের ডান হাত ভেঙ্গে যায়। এ সময় সাংবাদিকের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে মোবাইল ফোনের সূত্র ধরে মেহেদী হাসান সাজুর নাম উল্লেখ করে ৫জনকে আসামী করে মহাদেবপুর থানায় মামলা করা হয়। পরে আদালত মামলাটি তদন্তভার দেন পিবিআইয়ের উপর। দীর্ঘ তদন্তের ৩বছর ৮মাস পর এমরান আলী শামীমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম বলেন, শামীম সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার মূল হোতা ছিলেন এমরান আলী শামীম। তথ্য প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা