খুলনা বটিয়াঘাটা থানার বাইনতলা বাজার এলাকায় এসআই (নিঃ) আব্দুল আজিজ ও এসআই (নিঃ)
গোলাম রসুল সংগীয় ফোর্সসহ ২৮ তারিখে সকাল ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ১) সামছুল হুদা সাম(৩০) ও ২) মোজাম্মেল খান, মোজাম্মেল (২৮) নামে দুজন গরুচোরকে আটক করেন। গরুচোর সাম খুলনা রুপসা থানার বামনডাঙ্গা গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে অপর আসামী মোজাম্মেল একই গ্রামের সোহরাব খান এর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় গত ২৬ তারিখে রাত্রে বটিয়াঘাটা তেতুলতলা গ্রাম থেকে সাদ্দাম হাওলাদার ও তার প্রতিবেশী মালেক হাওলাদারের গোয়াল থেকে ৭ টি গরু চুরি করে বৃহৎ এই চক্র পরবর্তীতে তাদের গরু খোজাখুজির প্রাককালে হরিনটানা থানার পুটিমারি গ্রাম থেকে আসামি বাবলু শেখ এর দখল হইতে ৭ টি চোরাই গরু উদ্ধার হয় সে সময় উপরে উল্লেখিত আসামি ১)সাম ২) মোজাম্মেল সহ অজ্ঞাতনামা কয়েকজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় ধৃত ১) বাবলু শেখ সহ পলাতক অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানার মামলা নং ১৫ তাং ২৭/৩/২৩ ইং মূলে মামলা হয়। পলাতক উক্ত আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করেছেন ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক জনাব আব্দুল আজিজ।
আসামিরা দীর্ঘদিন যাবৎ গরুচুরি ও চোরাইগরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited