নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন যাবত অনাবাদি রয়েছে ৭৫ শতাংশ চাষী জমি।
দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের কারণে এ জমি অনাবাদী থাকার পাশাপাশি ক্ষেতেই নষ্ট হচ্ছে হালচাষের পাওরট্রিলার।
এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ একাধিকবার এনিয়ে শালিসি বৈঠক করলেও বিরোধের কোন সুরাহা হয়নি।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায় নারান্দিয়া ইউনিয়নের গ্রামের রুপন শেখ ও তার পরিবারের সাথে প্রতিবেশী আব্দুল কাদির ও তার পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্ধ চলে আসছিল।
দুই পরিবার একই বাড়ির বাসিন্দা হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে।
এবিষয়ে রুপন শেখ জানায় পূর্বপুরুষ থেকে এই জমিগুলো চাষাবাদ করে আসছি এবং আমাদের কাছে দলিল ও আছে। কিন্তু হঠাৎ করে কাদির তার লোকজন নিয়ে জমিতে নামতে বাঁধা দেয়। এবং আমাকে প্রায়ই প্রাণনাশের হুমকি দেয়। আমার বাড়িতে যাওয়ার রাস্তা তাদের উঠান দিয়ে হওয়ায় রাস্তা আটকে দেয় এবং আমাকে অনেক দুর দিয়ে ঘুরে বাড়িতে প্রবেশ করতে হয়।
এখন মামলা করলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে আমাকে হুমকি দিচ্ছে।
তাই আমি অপারগ হয়ে পূর্বধলা থানায় সাধারণ ডাইরি করেছি।
আমি আমার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।
এবিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নূরুল আলম জানান ” আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল কাদির অভিযোগ অস্বীকার করে বলেন রূপন মিয়াদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত ঝামেলা রয়েছে।কিন্তু তাকে প্রাণনাশের হুমকি কিংবা রাস্তা আটকানোর মত ঘটনা ঘটেনি।
তবে তাদেরকে জমিতে কেন চাষাবাদ করতে দেওয়া হয়নি? আদালত কর্তৃক কোন এবিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেন নি।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited