সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন। এসময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের একটি বড় ড্রেজার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। অভিযানটি বুধবার রাত ১০টা থেকে শুরু হয়। এতে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
আটককৃতদের মধ্যে চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনকে নেতৃত্ব দেওয়ার দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ৭ জন- আফাজ উদ্দিন (৩৪), আলী আমজাদ (২৫), বতন মিয়া (৩০), রানা মিয়া (১৯), রুবেল মিয়া (২৫), জামাল মিয়া (৩০) ও মো. সোহাগকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা জড়িত থাকবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
