এস,এম,রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিনোদনপুর গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে বাড়িতে ঢুকে জনতার হাতে চোর আটক।
আজ সোমবার(২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর। আটককৃত চোর নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিনোদনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর। ইতোমধ্যে সানোয়ার হোসেন বাড়িতে এসে দেখে বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিরতে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে স্থানীয় নয়ন চোরকে আটক করে। পরে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে চোরকে নিয়ে থানায় যায়।
সানোয়ার হোসেন জানায়, চোরের পিছনে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছি। তাকে কোন নির্যাতন বা মার পিট করা হয়নি। চুরি করার অপরাধে তাকে আইনের কাছে সোপর্দ করলাম। তাকে দুইঘন্টা গাছে বেধে রেখা হয়েছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, চুরির অপরাধে আটককৃত চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
